ভারতে কভিড শনাক্ত দুই দিন ধরে ঊর্ধ্বমুখী

প্রকাশ: জুন ১৭, ২০২১

বণিক বার্তা অনলাইন

ভারতে কভিড আক্রান্তের সংখ্যা রেকর্ড পরিমাণে কমে যাওয়ার পরে গত দুদিন ধরে শনাক্তের হার কিছুটা ঊর্ধ্বমুখী। সর্বশেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার ভারতে ৬৭ হাজার ২০৮ জনের কভিড শনাক্ত হয়েছে। গতকাল ৬২ হাজার ২২৪ জনের কভিড শনাক্ত হয়েছিল। খবর এনডিটিভি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে কভিডে ২ হাজার ৩৩০ জনের মৃত্যু হয়। এর মধ্য দিয়ে দেশটিতে কভিডে মৃতের সংখ্যা বেড়ে ৩ লাখ ৮১ হাজার ৯০৩ জনে দাঁড়িয়েছে। আর এ পর্যন্ত কভিড শনাক্ত হয়েছে ২ কোটি ৯২ লাখ, ৩১৩ জনের।

পরিসংখ্যান অনুযায়ী, সংক্রমণের দিক থেকে সবচেয়ে বেশি কভিড শনাক্তের রাজ্য মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের পরেই এ তালিকায় থাকা অন্য রাজ্যগুলোর মধ্যে রয়েছে- কর্ণাটক, কেরালা, তামিল নাডু ও অন্ধ্রপ্রদেশ।

গত ২৪ ঘণ্টায় কেরালা সর্বোচ্চ সংখ্যক ১৩ হাজার ২৭০ জনের কভিড শনাক্ত হয়। এর পরেই তামিলনাড়ুতে ১০ হাজার ৪৪৮, মহারাষ্ট্রে ১০ হাজার ১০৭ এবং কর্ণাটকে ৭ হাজার ৩৪৫ জনের কভিড শনাক্ত হয়েছে।

বর্তমানে ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্যে কভিড আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজারের নিচে রয়েছে। প্রায় সকল রাজ্যেই করোনার সংক্রমণ ব্যাপক হারে কমে গেছে।

 

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫