৭ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন

প্রকাশ: জুন ১৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক

সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি হাজার ৫৬ কোটি ৫৭ লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে ১০ ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে। অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (জেএফসিএল) জন্য রিফর্মড গ্যাস ওয়েস্ট হিট বয়লার অন্যান্য যন্ত্রপাতি সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়া হয়।

গতকাল অর্থমন্ত্রী মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় এসব অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন অনুমোদিত প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন। অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এগুলো উপস্থাপন করা হয়। বিদেশে টাকা পাচার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, মুদ্রা পাচার নিয়ে আপনাদের যেমন কষ্ট, আমারও মনে অনেক কষ্ট। অর্থ পাচারকারীদের টাকা পাচার চারিত্র্যিক বৈশিষ্টে পরিণত হয়ে গেছে। এটা নিয়ে নতুন আইন হচ্ছে। আগামী ছয় মাসে সংশোধিত নতুন মিলে ১৫টি আইন পাস হবে। সেগুলো কার্যকর হলে মুদ্রা পাচার কমে আসবে।

জানা গেছে, গতকালের সভায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্য মোট ব্যয় হবে ১০১ কোটি ২৮ লাখ টাকা। বিদ্যুৎ জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০ (২০১৮ সনের সর্বশেষ সংশোধনীসহ) এর আওতায় মাস্টার সেল অ্যান্ড পারচেজ এগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলো মধ্য হতে কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১৬তম এলএনজি কার্গো আমদানির মাধ্যমে এলএনজি ক্রয়ের প্রত্যাশা অনুমোদন দেয়া হয়। প্রতি ইউনিটের দাম ১০ দশমিক ৯৯ ডলার হিসেবে মোট ব্যয় হবে ৩১৩ কোটি ৬৮ লাখ ৯৭ হাজার ৬৮০ টাকা।

আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে সাতটি প্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৩৫ হাজার টন জ্বালানি তেল আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে হাজার ৭৭৪ কোটি ৪৫ লাখ টাকা।

শামসুল আরেফিন সভায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নির্মাণ কাজের একটি প্যাকেজের চুক্তিপত্রের সাপ্লিমেন্টারি এগ্রিমেন্ট--এর ওপর সাপ্লিমেন্টারি অ্যাগ্রিমেন্ট--এর অনুমোদন দেয়া হয়েছে। গতকালের সভায় টেবিলে দুটি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে একটি ভাঙ্গা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ের পরামর্শক প্রতিষ্ঠানের চুক্তিমূল্য থেকে ৪৩ কোটি ৮৩ লাখ হাজার ৬৯০ টাকা কমেছে। অন্যদিকে অন্য প্রস্তাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রেলওয়ে সিগন্যালিংসহ বিভিন্ন পূর্তকাজের অতিরিক্ত ব্যয়ের একটি প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫