রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকের প্রথম বেসরকারি পাওয়ার প্লান্টে সিন্ডিকেট ঋণ প্রদান

প্রকাশ: জুন ১৭, ২০২১

দেশের বিদ্যুৎ খাতে প্রথম বারের মতো বেসরকারি উদ্যোগে সোনারগাঁও, নারায়ণগঞ্জে নির্মাণাধীন গ্যাসভিত্তিক সিঙ্গেল ইউনিট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টে সিন্ডিকেট ঋণ দিয়েছে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী রূপালী ব্যাংক পাওয়ার প্লান্ট নির্মাণের কাজ বাস্তবায়ন করছে ইউনিক মেঘনাঘাট পাওয়ার সম্প্রতি ইউনিক মেঘনাঘাট পাওয়ারের সঙ্গে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের মধ্যকার সিন্ডিকেশন প্রজেক্ট লোন ফ্যাসিলিটি এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় এতে স্বাক্ষর করেন অগ্রণী ব্যাংকের জিএম (ক্রেডিট) . আব্দুল্লাহ আল মামুন, অন্যান্য ব্যাংকের  জিএমগণ এবং ইউনিক মেঘনাঘাট পাওয়ারের এমডি চৌধুরী নাফিস সারাফাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান . জায়েদ বখ্ত আরো উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের এমডি সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, সোনালী ব্যাংকের এমডি সিইও মো. আতাউর রহমান প্রধান, জনতা ব্যাংকের এমডি সিইও মো. আব্দুস সালাম আজাদ এবং রূপালী ব্যাংকের এমডি সিইও মোহাম্মদ ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং ইউনিক মেঘনাঘাট পাওয়ারের চেয়ারম্যান মো. নুর আলী এমডি চৌধুরী নাফিস সারাফাত প্রমুখ বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫