আইডিএলসির নতুন এমডি ও সিইও এম জামাল উদ্দিন

প্রকাশ: জুন ১৬, ২০২১

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ৩০১তম পরিচালনা পরিষদের সভায় এম জামাল উদ্দিনকে এমডি সিইও হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তিনি ২৭ বছরের বেশি সময় ধরে দেশের আর্থিক খাতের সঙ্গে সম্পৃক্ত তিনি ১৯৯৪ সালে আইডিএলসিতে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে যোগ দেন

আইডিএলসির ইতিহাসে এই প্রথম কোনো এমডি সিইওর মতো একটি গুরুত্বপূর্ণ পদে কোম্পানির অভ্যন্তরীণ একজনকে দায়িত্ব দেয়া হলো, যা কোম্পানিটির মানবসম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক

নতুন দায়িত্বপ্রাপ্তির আগে এম জামাল উদ্দিন আইডিএলসির ভারপ্রাপ্ত এমডি সিইও হিসেবে নিয়োজিত ছিলেন তিনি ডিএমডি হেড অব বিজনেস হিসেবে ২০১৫ সাল থেকে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন তার আগে তিনি আইডিএলসির হেড অব করপোরেট স্ট্রাকচার্ড ফাইন্যান্স হিসেবে দায়িত্ব পালন করেন এম জামাল উদ্দিন যুক্তরাষ্ট্রের মিসৌরির আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসন বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন

আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ তার নিয়োগের বিষয়ে বলেন, এম জামাল উদ্দিনের এমডি সিইও হিসেবে নিযুক্তি আইডিএলসির ৩৫ বছরের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা নিয়োগ প্রমাণ করে যে আইডিএলসি সুশাসন মানবসম্পদ উন্নয়নে বিশ্বাস করে কোম্পানির ব্যবসা প্রসারণের প্রয়োজনীয়তা লালন করে আশা করছি তিনি তার যোগ্যতা বিচক্ষণতার মাধ্যমে আইডিএলসি ফাইন্যান্সকে আরো দৃঢ় অবস্থানে নিয়ে যাবেন বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫