ভারতে কভিড শনাক্ত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন

প্রকাশ: জুন ১৫, ২০২১

বণিক বার্তা অনলাইন

ভারতে নতুন করে ৬০ হাজার ৪৭১ জনের কভিড শনাক্তের মধ্য দিয়ে টানা আটদিন ধরে আক্রান্তের সংখ্যা এক লাখের নিচে রয়েছে। আজ মঙ্গলবার দেশটিতে কভিড শনাক্তের সংখ্যা ছিলো আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন। খবর এনডিটিভি।

বর্তমানে ভারতে কভিড শনাক্তের হার কমে ৩ দশমিক ৪৫ শতাংশে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৮৮১ জন। 

গতকালের পর থেকে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ হাজার ৭২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে কভিডে মৃতের সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে।

গত ৭ মে ৪ লাখ ১৪ হাজার জনের কভিড শনাক্তের মধ্য দিয়ে একদিনে সর্বোচ্চ কভিড শনাক্তের রেকর্ডে পৌঁছায় ভারত। তবে আজ দৈনিক কভিড আক্রান্তের পরিমাণ ছিলো গত ৩১ মার্চের পর থেকে এখন পর্যন্ত সর্বনিম্ন।

এদিকে শনাক্তের হার কমতে শুরু করায় ইতোমধ্যেই দিল্লি, হরিয়ানাসহ কিছু কিছু রাজ্যে কভিডের কারণে আরোপিত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তবে গতকাল সোমবার আরো দুই সপ্তাহের জন্য বিধিনিষেধ বাড়িয়েছে পশ্চিমবঙ্গ। তবে এ সময়ের মধ্যে শিল্পকারখানাগুলো খোলা রাখা যাবে বলে জানানো হয়।

কভিডের দ্বিতীয় ঢেউয়ে ভারতের স্বাস্থ্য অবকাঠামো সমস্যার মধ্যে পড়ায় তৃতীয় ঢেউয়ের পূর্বেই রাজ্যগুলোতে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫