আলীকদমের দুর্গম এলাকায় ডায়রিয়ার প্রকোপ

তিনদিনে ৭ জনের মৃত্যু আক্রান্ত দুই শতাধিক

প্রকাশ: জুন ১৫, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে এখানকার ম্রো জনগোষ্ঠীর কয়েকটি পাড়ায় ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে রোগটি গত বৃহস্পতি-শনিবারের মধ্যে আক্রান্ত হয়ে তিন নারীসহ সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান মি. ক্রাতপুং ম্রো

এদিকে ডায়রিয়ার প্রকোপের খবর পেয়ে গতকাল বিকালে স্বাস্থ্য বিভাগ সেনাবাহিনীর মেডিকেল টিম হেলিকপ্টারযোগে ঘটনাস্থলে পৌঁছায়

কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান মি. ক্রাতপুং ম্রো বণিক বার্তাকে বলেন, বৃহস্পতিবার থেকে নম্বর ওয়ার্ডের মেনদিউপাড়া, মাংরুংপাড়া, থংচংপাড়া, নম্বর ওয়ার্ডে স্যোনাদিপাড়া, মেনরুমপাড়া, আলেক্যমণিপাড়া, আওয়েপাড়াসহ ১০-১২টি পাড়ার শিশুসহ দুই শতাধিক নারী-পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ইউনিয়ন সদর থেকে পাড়াগুলোর দূরত্ব -১২ কিলোমিটার দূরে হেঁটে যেখানে যেতে - ঘণ্টা লাগে

আলীকদম উপজেলা স্বাস্থ্য পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহতাব উদ্দিন চৌধুরী বণিক বার্তাকে বলেন, দুদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুই ব্যক্তি মারা যাওয়ার খবর সেনাবাহিনীর কাছ থেকে পেয়েছি গত রোববার থেকে ডায়রিয়ায় আক্রান্ত শিশুসহ ১৪-১৫ জন ম্রো রোগীকে দুর্গম এলাকা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে রোগীদের অবস্থার উন্নতি হচ্ছে আজ (গতকাল) বিকালে সেনাবাহিনীর সহায়তায় ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠানো হয়েছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫