বিদেশী বিনিয়োগ থেকে ৮৪ কোটি টাকা সংগ্রহ করবে এসিআই

প্রকাশ: জুন ১৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ রসায়ন খাতের কোম্পানি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেড বিদেশী বিনিয়োগকারীর কাছ থেকে প্রায় ৮৪ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটির সহযোগী প্রতিষ্ঠান এসিআই মোটরস লিমিটেডের প্রেফারেন্স শেয়ার ইস্যু করার মাধ্যমে অর্থ সংগ্রহ করবে কোম্পানিটি

তথ্যমতে, এসিআই মোটরস লিমিটেড ১০০ টাকা অভিহিত মূল্যের ১৫ লাখ ৫৫ হাজার ৫৫৫টি প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে প্রতি শেয়ারে ৪৪০ টাকা প্রিমিয়ামসহ শেয়ারের ইস্যু মূল্য হবে ৫৪০ টাকা শেয়ার ইস্যুর মধ্য দিয়ে কোম্পানিটি ৮৩ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা সংগ্রহ করবে

আলোচিত শেয়ার কিছু বিদেশী বিনিয়োগকারী পার্টনারশিপ প্রতিষ্ঠান বাংলাদেশ ম্যানেজড অ্যাকাউন্ট সিভির অনুকূলে ইস্যু করা হবে বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে কমনওয়েলথ ডেভেলপমেন্ট করপোরেশন (সিডিসি), নেদারল্যান্ডসের এফএমও নরওয়ের নর ফান্ড

আলোচিত প্রেফারেন্স শেয়ার একটি নির্দিষ্ট সময়ের পর সাধারণ শেয়ারে রূপান্তরযোগ্য শেয়ার ইস্যুর পর এসিআই মোটরসে এসিআই লিমিটেডের মালিকানা কিছুটা কমে ৫২ দশমিক ৭০ শতাংশ থেকে ৪৬ দশমিক ৮০ শতাংশ হবে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫