‘মামণির জন্য বিচার চাই’

প্রকাশ: জুন ১৫, ২০২১

ফিচার প্রতিবেদক

গতকাল সারা দেশে অন্যতম আলোচিত নাম ছিল ঢালিউড অভিনেত্রী পরীমনি রোববার রাতে তিনি ধর্ষণ হত্যাচেষ্টার শিকার হওয়ার অভিযোগ করেন পরবর্তী সময়ে পরীমনি ধর্ষণ হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় মামলা করেছেন এমন সময়ে দেশের চলচ্চিত্র সংস্কৃতি দুনিয়ার অনেকেই পরীমনির জন্য ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন 

২০১৮ সালে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত স্বপ্নজাল সিনেমায় অভিনয় করেছিলেন পরীমনি নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম বলেছেন, পরীমনি একজন অভিনয়শিল্পী তার চেয়েও বড় কথা তিনি একজন নারী তার ওপর যা ঘটেছে সেটা অমানবিক বর্বরোচিত একজন শিল্পীকে এভাবে কেউ হয়রানি বা হুমকি দিতে পারেন না এখন টাকা নাকি আইন, কার ক্ষমতা বেশি দেখতে চাই

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেশের খ্যাতিমান অভিনয়শিল্পী জয়া আহসান লিখেছেন, পরীমনির খবরটি শোনার পর থেকে বেদনা ধিক্কারে মনটা ভরে উঠেছে আমি কষ্ট পাচ্ছি মানুষ হিসেবে, মেয়ে হিসেবে, অভিনয়জগতের একজন সদস্য হিসেবে একবিংশ শতাব্দীর অনেকটা পথ পার হয়ে এসে এখনো মেয়েদের এমন লাঞ্ছনা দেখতে হবে? কোনো মানুষ, কোনো মেয়ের সঙ্গে এমন আচরণ করার মনমানসিকতা বা দুঃসাহস কোত্থেকে আসে? যে চলচ্চিত্র শিল্পকে রক্তে-ঘামে আমরা তিল তিল করে গড়ে তুলছি, তা এতই নাজুক, এতই খেলো? ঘটনা আমরা তলা পর্যন্ত বুঝতে চাই আমরা দেখতে চাই, এমন দুর্বৃত্তপনার বিচার হয়েছে দেখতে চাই, কোনো মেয়েতা সে যে- হোকতার সঙ্গে এমন আচরণের অবসান হয়েছে 

চলচ্চিত্র নাট্যনির্মাতা অনিমেষ আইচ ফেসবুকে লিখেছেন, পরীমনির সঙ্গে আমার জীবনেও দেখা হয়নি, কথা হয়নি, কাজ তো হয়ইনি তবু সে আমার কলিগ যেকোনো দুঃসময়ে আমি আমার কলিগের পাশে থাকাটাই স্বাভাবিক সুতরাং, আমি আছি তোমার পাশে...দেখা যাক আসল সত্যটা কী? এখন আইনের হাত কতটা শক্তিশালী...

চিত্রনায়ক বাপ্পী চৌধুরী পরীমনির ছবি দিয়ে ফেসবুকে হ্যাশট্যাগ দিয়েছেন, জাস্টিস ফর ট্রুথ

অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর লিখেছেন, আমরা কোথায় আছি! স্বনামধন্য চিত্রনায়িকা পরীমনির সঙ্গে যে অন্যায় হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাই এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি নারীর প্রতি কোনো সহিংসতা অত্যাচার সহ্য করব না, মানব না

অভিনেত্রী আশনা হাবীব ভাবনা পরীমনির জন্য ফেসবুকে জাস্টিস ফর পরীমনি হ্যাশট্যাগ দিয়েছেন সঙ্গে লিখেছেন, পরীর এই কান্না নিতে ভীষণ কষ্ট হচ্ছে একজন নারী হিসেবে, একজন সহকর্মী হিসেবে সম্মান একটা পিঁপড়ারও আছে পরীমনি একজন নায়িকা হ্যাঁ, বাংলা সিনেমার নায়িকা তো! তার সাথে যা খুশি তাই করা যাবে...পরীর পাশে আছি পরী তুমি ভাঙবে না প্লিজ

চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস জাস্টিস ফর পরীমনি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, আমার মামণির জন্য বিচার চাই!


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫