দিল্লির পরিস্থিতি স্বাভাবিক হলেও ভারতে বেড়েছে কভিডে মৃত্যু

প্রকাশ: জুন ১৪, ২০২১

বণিক বার্তা অনলাইন

তিন মাসের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ হওয়ায় ভারতের রাজধানী দিল্লিতে সোমবার থেকে দোকানপাট, শপিংমল এবং রেস্তোরাঁ খুলে দেয়া হচ্ছে। আগে জোড়-বিজোড় দিনের হিসেবে দোকানপাট খোলা রাখার নিয়ম থাকলেও আজ থেকে পুরো সপ্তাহ দোকান খোলা রাখা যাবে বলে জানিয়েছে স্থানীয় সরকার। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

তবে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সতর্ক করে বলেছেন, এক সপ্তাহের জন্য একটি পরীক্ষামূলক সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংক্রমণ বাড়লে আরো কঠোর পদক্ষেপ নেয়া হতে পারে

এদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৭০ হাজার ৪২১ জনের কভিড শনাক্ত হয়েছে। ১ এপ্রিলের পর আজ সোমবার দেশটিতে রোগী শনাক্তের সংখ্যা আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩ হাজার ৯২১ জনের মৃত্যু হয়েছে। সে হিসেবে সোমবার কভিড শনাক্তের সংখ্যা কম হলেও মৃতের সংখ্যা বেশ বেড়েছে।

ভারতে সবচেয়ে বেশি সংক্রমণের রাজ্যগুলোর মধ্যে গতকালের মত সোমবারও তামিলনাড়ুতে সর্বোচ্চ সংখ্যক ১৪ হাজার ১০৬ জনের কভিড শনাক্ত হয়।  এর পরে কেরালায় ১১ হাজার ৫৮৪ এবং মহারাষ্ট্রে ১০ হাজার ৪৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫