আর্থিক লেনদেনের সুযোগসহ মেসেঞ্জারে বেশকিছু নতুন ফিচার

প্রকাশ: জুন ১৪, ২০২১

বণিক বার্তা ডেস্ক

মেসেজিং অ্যাপ মেসেঞ্জারে তিনটি নতুন মজাদার ফিচার যোগ করেছে সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক এর মধ্যে রয়েছে নতুন চ্যাট থিম, কুইক রিপ্লাই আর কিউআর কোডসহ পেমেন্ট লিংক

কিউআর কোড পেমেন্ট লিঙ্ক: মেসেঞ্জারের মাধ্যমে পেমেন্ট অপশনটি আমেরিকায় আগেই চালু করে দেয়া হয়েছিল এর সাহায্যে ব্যবহারকারী নিজের মেসেঞ্জার থেকে কিউআর কোড স্ক্যান করে সহজেই অন্য কোনো ব্যক্তিকে টাকা ট্রান্সফার করতে পারবে এর জন্য কোনো নতুন অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই আর পেমেন্ট করার সময় কোনো কন্টাক্ট অ্যাড করারও দরকার নেই ফিচার ব্যবহারে ইউজারকে মেসেঞ্জারের সেটিংসে গিয়ে ফেসবুক পে-এর সাহায্যে নিজের কিউআর কোড অন্যজনকে পাঠাতে হবে, যেখান থেকে টাকা আসবে বা পাঠাবেন

কুইক রিপ্লাই বার: ফিচারটির সাহায্যে ব্যবহারকারীরা সহজেই চ্যাটে পাঠানো ছবি বা ভিডিওর উত্তর দিতে পারবেন এজন্য ছবি বা ভিডিওতে ট্যাপ করতে হবে, যেখানে কুইক রিপ্লাই উইন্ডো খুলে যাবে

নতুন চ্যাট থিম: মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম অ্যাপ দুটির জন্য নতুন চ্যাট থিম নিয়ে এসেছে ফেসবুক এর মধ্যে অলিভিয়ার নতুন অ্যালবাম, সাওয়ার, বিশ্ব মহাসাগর দিবস, নতুন এফ৯ চ্যাট থিম, স্টার ওয়ার্স এবং নেটফ্লিক্সের সেলিনা: দ্য সিরিজ ইত্যাদি কাহিনীভিত্তিক চ্যাট থিম রয়েছে এগুলো ব্যবহারের জন্য ইউজারদের চলে যেতে হবে অ্যাপে থাকা চ্যাট সেটিংসের ভেতরে বিকল্প থিম অপশনে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫