কলম্বিয়ায় কফি রফতানি কমেছে ৫২%

প্রকাশ: জুন ১৪, ২০২১

বণিক বার্তা ডেস্ক

বিশ্বের শীর্ষ কফি রফতানিকারক দেশগুলোর একটি কলম্বিয়া চলতি বছরের মে মাসে গত বছরের একই সময়ের তুলনায় দেশটির কফি রফতানি কমেছে কলম্বিয়ায় এক মাসেরও বেশি সময় ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে এতে অবরুদ্ধ রয়েছে দেশটির বেশির ভাগ সড়ক এমন অচলাবস্থার কারণে কফি পরিবহন প্রক্রিয়াকরণ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে মূলত কারণেই রফতানিতে মন্দা দেখা দিয়েছে খবর বিজনেস রেকর্ডার রয়টার্স

কলম্বিয়ার ন্যাশনাল কফি ফেডারেশন জানায়, মে মাসে দেশটির অ্যারাবিকা কফি রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৫২ শতাংশ কমে লাখ ২৭ হাজার ব্যাগে (প্রতি ব্যাগে ৬০ কেজি) নেমে গেছে গত বছরের মে সামে রফতানির পরিমাণ ছিল লাখ ৯৪ হাজার ব্যাগ

ফেডারেশন এক বিবৃতিতে জানায়, দেশটির প্রেসিডেন্ট ইভান ডিউকের নেয়া সামাজিক অর্থনৈতিক কিছু নীতির বিরুদ্ধে টানা ছয় সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে এতে ব্যাপক হতাহতের ঘটনাও ঘটেছে ফলে দেশটিতে অচলাবস্থা তৈরি হয়েছে অবরুদ্ধ দেশের সড়ক ব্যবস্থা কারণে রফতানি আগের বছরের তুলনায় কমে গেছে অন্যদিকে প্রতিকূল পরিস্থিতির কারণে মে মাসে উৎপাদনের পরিমাণ নিরূপণ প্রকাশ করা সম্ভব হয়নি বলে জানান ফেডারেশন-সংশ্লিষ্টরা


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫