বগুড়ায় এনজিও কর্মীর আত্মহত্যা

প্রকাশ: জুন ১৩, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় এক বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মী আব্দুল আজিজ (৩০) জেলার দুপচাঁচিয়ায় তালোড়া স্টেশন এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। আজিজ বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের অঘোর মালঞ্চা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে এবং জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একটি এনজিওর ফিল্ড সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

বগুড়ার সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলী জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে লাশ  পাঠানো হয়েছে। এ ব্যাপারে গতরাতে অপমৃত্যুর মামলা হয়েছে।

দুপচাঁচিয়া থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঋণের কিস্তি আদায় শেষে অফিসে গিয়ে টাকা জমা দেন। বিকাল সাড়ে ৫টার দিকে অফিস থেকে বের হন। এরপর সন্ধ্যার দিকে তালোড়া রেল স্টেশন এলাকায় ঘোরাফেরা করছিলেন। সান্তাহার থেকে বগুড়াগামী কলেজ ট্রেন সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওই এলাকা অতিক্রম করার সময় ট্রেনের নিচে তিনি ঝাঁপ দেন। এতে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫