করোনাভাইরাস:ভারতে শনাক্ত কমলেও মৃত্যুহার কমছে না

প্রকাশ: জুন ১১, ২০২১

বণিক বার্তা অনলাইন

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯১ হাজার ৭০২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৩ হাজার ৪০৩ জনের। এর মধ্য দিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৮২৩ জনে। এছাড়াও ভাইরাসটিতে এখন পর্যন্ত ৩ লাখ ৬৩ হাজার ৭৯ জনের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভি।

শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ভারতে ৩২ লাখ ৭৪ হাজার ৬৭২ জন কভিড-১৯ টিকা গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে ভারতে টিকা গ্রহণকারী মানুষের সংখ্যা বেড়ে ২৪ কোটি ৬০ লাখ ৮৫ হাজার ৬৪৯ জনে দাঁড়িয়েছে।

ভারতের কভিড শনাক্তের হার ধারাবাহিকভাবে কমতে শুরু করেছে। বর্তমানে শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৮ শতাংশে। টানা চতুর্থ দিনের মতো দেশটিতে শনাক্তের হার ৫ শতাংশের নিচে রয়েছে।

দেশটির সংক্রমণপ্রবণ রাজ্যগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় তামিল নাড়ুতে সর্বোচ্চ সংখ্যক ১৬ হাজার ৮১৩ জনের কভিড শনাক্ত হয়েছে। এর পরে কেরালায় ১৪ হাজার ৪২৪ জন, মহারাষ্ট্রে ১২ হাজার ২০৭ এবং কর্ণাটকে ১১ হাজার ৪২ জনের কভিড শনাক্ত হয়।

কর্ণাটক রাজ্যে কভিড শনাক্তের হার ১৫ শতাংশের নিচে রয়েছে, তবুও আগামী ২১ জুন পর্যন্ত লকডাউন চালু রাখার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫