দরিদ্র দেশগুলোকে ১০০ কোটি ডোজ টিকা সরবরাহ করবে জি-৭

প্রকাশ: জুন ১১, ২০২১

বণিক বার্তা অনলাইন

২০২২ সালের মধ্যে বিশ্বজুড়ে কভিড-১৯ টিকাদান শেষ করতে টিকা বিতরণের প্রতিশ্রুতি দিতে জি-৭ জোট নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রিটেনের কারবিস বে-তে আজ শুরু হতে যাওয়া তিন দিনের জি-৭ শীর্ষ সম্মেলনে ১০০ কোটি ডোজ টিকা দাতব্য সহায়তা হিসেবে বিতরণের ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে। খবর রয়টার্স।

এর আগে, কভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াই জোরদার করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৫০ কোটি ডোজ টিকা দরিদ্র দেশগুলোকে সরবরাহ করার ঘোষণা দিয়েছিলেন। এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, উদ্বৃত্ত থাকা কমপক্ষে ১০ কোটি ডোজ টিকা দরিদ্র দেশগুলোতে বিতরণ করবে তার দেশ।

তিনি বলেন, ‘যুক্তরাজ্যের টিকাদান কর্মসূচির সাফল্যের ফলে আমরা একটি অবস্থানে যেতে পেরেছি যেখানে আমাদের কাছে টিকার উদ্বৃত্ত ডোজ রয়েছে এবং সেগুলো আমরা তাদের দেব যাদের এটা দরকার।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫