রামেক হাসপাতালে আরও ১৫ জনের মৃত্যু

প্রকাশ: জুন ১১, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, রাজশাহী

করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আর ১৫ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান এরা।

 

এদের মধ্যে ৭ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৮ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। ১৫ জনের মধ্যে ৮ জন রাজশাহীর, জন চাঁপাইনবাবগঞ্জের এবং একজন নাটোরের বাসিন্দা।

 

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৫ জন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালের আইসিইউতে ৬জন, ২২ নম্বর ওয়ার্ডে ৩জন১ ও ৩ নম্বর ওয়ার্ডে ২ জন করে এবং ১৬ ও ২৫ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

 

 উপপরিচালক আরো বলেন, ২৭১ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৯৭ জন ভর্তি হন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৮ জন। 

 

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। এই একদিনে হাসাপাতল ছেড়েছেন ২৫ জন।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫