৮৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন

এনামুল হকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেবে দুদক

প্রকাশ: জুন ১১, ২০২১

নিজস্ব প্রতিবেদক

প্রায় ৮৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় এনামুল হক এনু তার ভাই রূপন ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুই মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) গতকাল কমিশনের সভায় দুই মামলার অভিযোগপত্র অনুমোদন দেয়া হয় বলে দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার জানান। বিচারিক কার্যক্রমের জন্য অভিযোগপত্রটি শিগগিরই আদালতে দাখিল করা হবে।

দুদক সচিব জানান, এক মামলার তদন্তে আসামি এনামুল হক এনুর বিরুদ্ধে ক্যাসিনো ব্যবসাসহ বিভিন্ন অবৈধ ব্যবসা অনৈতিক কার্যক্রমের মাধ্যমে ৪৭ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ৬৭৮ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া এনুর দুই সহযোগী হারুনুর রশীদ আবুল কালাম আজাদ প্রায় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনে এনুকে সহযোগিতা করেছে বলে তদন্তে প্রমাণ মিলেছে।

অন্য মামলার তদন্তে রূপন ভূঁইয়ার নামে স্থাবর অস্থাবর মিলে ৪২ কোটি ৯৩ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকার সম্পদ অর্জনের তথ্য প্রমাণ পাওয়া গেছে জানিয়ে দুদক সচিব বলেন, এসব সম্পদের মধ্যে কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৮৮৩ টাকার সম্পদ অর্জনের বৈধ উৎস পাওয়া গেলেও বাকি ৩৭ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ৯৮৭ টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫