প্রস্তাবিত বাজেটে হতাশ পর্যটন খাতের ব্যবসায়ীরা: টোয়াব

প্রকাশ: জুন ১১, ২০২১

নিজস্ব প্রতিবেদক

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে হতাশা প্রকাশ করেছেন পর্যটন খাতের ব্যবসায়ীদের সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) দেশের পর্যটন শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা ট্যুর অপারেটরদের বাঁচানোর লক্ষ্যে পর্যটনকেন্দ্রগুলো স্বাস্থ্যবিধি এসওপি মেনে খুলে দেয়ার দাবি জানিয়েছেন তারা

গতকাল  রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দাবি জানান টোয়াবের নেতারা

টোয়াবের সভাপতি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের গভর্নিং বডির মেম্বার মো. রাফেউজ্জামান বলেন, বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী দেশের পর্যটন শিল্প বিকাশের কথা বলেছেন. কিন্তু খাতটিকে আর্থিক সংকট থেকে বের করে আনার বিষয়ে বাজেটে কোনো দিকনির্দেশনা খুঁজে পাইনি গত বছর করোনাভাইরাস মহামারীর শুরু থেকেই ট্যুর অপারেটর পর্যটন শিল্পে জড়িত সবার জন্য প্রণোদনার ব্যবস্থা করার দাবি জানানো হচ্ছে, যা আজও সফলতার মুখ দেখেনি এমনকি সেবা খাতের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও কোনো ধরনের ব্যাংক লোন গ্রহণ করতে পারেনি খাত এবারের প্রস্তাবিত বাজেটে খাতে হাজার ৩২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে, যা আগের বাজেটের চেয়ে ৩৪৪ কোটি টাকা বেশি আমি মনে করি, বরাদ্দ বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশের জন্য খুবই যৎসামান্য

সংবাদ সম্মেলনে জানানো হয়, মহামারীর কারণে পর্যটন খাতকে গত বছর প্রায় ২০ হাজার কোটি টাকার লোকসান গুনতে হয়েছে শিল্পে জড়িত প্রায় ৪০ লাখ মানুষ এখন মানবেতর জীবনযাপন করছে অনেকেই হতাশ হয়ে অন্য ব্যবসায় চলে যেতে বাধ্য হচ্ছে

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন টোয়াবের পরিচালক (গণমাধ্যম প্রকাশনা) মোহাম্মদ সাহেদ উল্লাহ সময় বাংলাদেশের পর্যটন শিল্পকে ধ্বংসের হাত রক্ষার জন্য টোয়াব পাঁচটি দাবি জানায়


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫