বিশ্বব্যাংকের সাড়ে ২৬ কোটি ডলারের ঋণ পাচ্ছে আর্জেন্টিনা

প্রকাশ: জুন ১১, ২০২১

বণিক বার্তা ডেস্ক

আর্জেন্টিনার মাটানজা-রিয়াচুয়েলো অববাহিকার জন্য ২৬ কোটি ৫০ লাখ ডলারের অবকাঠামো ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক রাজধানী বুয়েনস আয়ারসের নদীতীরবর্তী এলাকার অবকাঠামোগত উন্নয়নের জন্য ঋণ অনুমোদন দেয়া হয়েছে খবর আনাদোলু এজেন্সি

বিশ্বব্যাংকের আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে-বিষয়ক পরিচালক জর্ডান শোয়ার্জ বলেন, অঞ্চলের টেকসই উন্নয়ন প্রচারের জন্য সক্রিয়ভাবে চেষ্টা করছে আর্থিক প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাংকের ঋণের ফলে যে অর্থায়ন হবে, তাতে নদীদূষণ রোধ করার কাজ ত্বরান্বিত করবে ফলে অববাহিকায় যে লাখ লাখ মানুষ বাস করে, তাদের জীবনমান উন্নত হবে তিনি আরো বলেন, ঋণের লক্ষ্য হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সবুজ টেকসই উন্নতি নিশ্চিত করা

প্রকল্পের মাধ্যমে দূষিত পানি শোধন ব্যবস্থায় উন্নয়ন ঘটানো হবে এর মাধ্যমে ৮০ শতাংশ দূষণ কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে আর্জেন্টিনার পানি স্যানিটেশন বিভাগের (এওয়াইএসএ) তথ্য অনুযায়ী, প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে সংশ্লিষ্ট অঞ্চলের ৪৩ লাখ মানুষ

এওয়াইএসএর প্রেসিডেন্ট মালেনা গালমারিনি বলেন, নির্মাণের বৈশিষ্ট্য আকারের কারণে প্রকল্পটির অবকাঠামো হবে বিশ্বের মধ্যে অনন্য এর মাধ্যমে কেবল পয়োনিষ্কাষন ব্যবস্থার পরিধি বিস্তৃত কিংবা সেবার মান ভালো হবে না, বরং পাশাপাশি মাটানজা-রিয়াচুয়েলো অববাহিকার স্যানিটেশন ব্যবস্থারও দারুণ উন্নয়ন হবে

এজন্য আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্টো ফার্নান্দেজ অন্য রাজনীতিবিদদের ধন্যবাদ জানান মালেনা গালমারিনি তিনি বলেন, অববাহিকা মৃতপ্রায় হয়ে পড়েছিল


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫