অব্যাহত মাফিয়া রাজত্ব

প্রকাশ: জুন ১১, ২০২১

আসাদ মুহাম্মাদ

দ্য গডফাদার সিনেমা শুধু তুমুল ব্যবসা সফলই ছিল না, বরং এর মাফিয়াগিরি চলতে থাকে অস্কারের মঞ্চেও ১০টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে জিতে নেয় ছয়টি অস্কার ১৯৭২ সালের সেরা ব্যবসাসফল সিনেমার দ্বিতীয় কিস্তি নির্মাণ হবে তা বলার অপেক্ষা রাখে না মাত্র দুই বছরের মাথায় ১৯৭৪ সালে মুক্তি পায় দ্য গডফাদার টু পরিচালক ফ্রান্সিস ফোর্ড কোপলা লেখক মারিও পুজোকে নিয়ে দ্বিতীয় কিস্তির চিত্রনাট্য নির্মাণ করেন ছবির প্রযোজনা করেন ফ্রান্সিস নিজে ধারা বজায় রেখে এতে অভিনয় করেন আল পাচিনো রবার্ট ডুভল

সিকুয়াল বেশির ভাগ ক্ষেত্রে প্রথম সিনেমাকে ছাড়াতে পারে না কিন্তু গডফাদারের সিকুয়াল এতটাই প্রশংসিত হয় যে অনেকে মনে করেন, গডফাদার টু পূর্ববর্তী গডফাদার পরবর্তী গডফাদার থ্রিকেও ছাড়িয়ে গেছে এটি শুধু মাফিয়া জনরার সর্বকালের সেরা সিনেমাই নয়, বরং সব জনরার সর্বকালের সেরা সিনেমার তালিকায় থাকে উপরের দিকে আইএমডিবি রেটিংয়ে . পয়েন্ট নিয়ে গডফাদারের পরই এর অবস্থান

তবে অনেক চলচ্চিত্রবোদ্ধা সিনেমার চিত্রগ্রহণের প্রশংসা করলেও গল্প বর্ণনায় কিছুটা বিশৃঙ্খলা খুঁজে পান তার পরও গডফাদার টু অস্কারে ১১টি ক্যাটাগরিতে মনোনয়ন পায় সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা পার্শ্ব-অভিনেতা, সেরা চিত্রনাট্যসহ মোট ছয়টি অস্কার জিতে নেয় ছবিটি ১৯৯৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসের জাতীয় চলচ্চিত্র রেজিস্ট্রিতে সংরক্ষণের জন্য মনোনীত হয় এতে বলা হয়, ছবিটি সাংস্কৃতিক, ঐতিহাসিক নান্দনিকভাবে গুরুত্বপূর্ণ ১৯৯৭ সালে সিনেমাটি আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট কর্তৃক করা সর্বকালের সেরা মার্কিন চলচ্চিত্রের তালিকায় ৩২তম স্থান লাভ করে টানা ১০ বছর অবস্থানে ছিল

অনেকে ভেবেছিলেন, গল্প তো সব প্রথম কিস্তিতেই বলা হয়ে গেছে তাদের জন্য একের পর এক চমক হাজির করেন ফ্রান্সিস ফোর্ড কোপলা যারা ভেবেছিলেন, পর্বে মাইকেলের উত্থানকেই প্রাধান্য দেয়া হবে, তাদের জন্য বড় চমক হয়ে আসে ডন ভিটো করলেওনির ব্যাক স্টোরি ভিটো করলেওনি থেকে কীভাবে ডন হলেন তা যেমন দেখানো হয়েছে, দ্বিতীয় কিস্তিতে তেমন ফুটিয়ে তোলা হয়েছে মাইকেল এর বর্তমান প্রেক্ষাপটও আর তাই হত্যা, অবিশ্বাস যুদ্ধ থাকা সত্ত্বেও করলেওনি পরিবারের পারিবারিক গল্পটিই হয়ে উঠেছে দর্শকদের আগ্রহের কেন্দ্র 

প্রথম কিস্তির মতো আল পাচিনো মাইকেল কারলেওনি তথা ডন করলেওনির তৃতীয় পুত্রের চরিত্রে অভিনয় করেন মাইকেল নিজেকে ছাড়িয়ে যাওয়ার ধ্যান-জ্ঞানে মজে ছিলেন যেন একটুও ছাড় দেননি তিনি ডন করলেওনির দত্তক নেয়া পুত্রের চরিত্রে অভিনয় করেন রবার্ট ডুভল মাইকেলের প্রেমিকা দ্বিতীয় স্ত্রীর চরিত্রে অভিনয় করেন ডায়ানা কিটন মাফিয়া পরিবারের প্রধান চরিত্রে অভিনয় করেন রবার্ট ডি নিরো চলচ্চিত্রে তার নাম থাকে ভিটো করলেওনি ভিটো স্থানীয় সিসিলিয়ান দত্তক নেয়া টম, সনি, ফ্রেডো, মাইকেল কনি করলেওনির পিতা যুবক ভিটো করলেওনির চরিত্রে অসাধারণ অভিনয় দীর্ঘদিন মনে থাকার মতো করলেওনি পরিবারের মেজো ছেলের চরিত্রে অভিনয় করেন জন কেজেল তার চরিত্রটা পরিবারের অন্যদের মতো খুব বুদ্ধিমান নয় এবং সব ভাইয়ের মধ্যে তিনি সবচেয়ে দুর্বল করলেওনি পরিবারের সবচেয়ে ছোট সন্তান এবং একমাত্র কন্যা কন্সতাঞ্জিয়া চরিত্রে অভিনয় করেন তালিয়া শায়ার

সিনেমার ফিনিশিং নিয়ে অনেকের প্রশ্ন থাকলেও সিকুয়াল সিনেমা হিসেবে গডফাদার টু অসাধারণ এর প্রমাণ দিতেই যেন বিশ্বের প্রথম সিকুয়াল সিনেমা হিসেবে অস্কার জিতে নিয়েছিল গডফাদার টু ১৩ মিলিয়ন ডলার খরচ করে নির্মিত সিনেমার বক্স অফিস কালেকশন ছিল ৮৮ মিলিয়ন ডলার


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫