সু চি’র বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ

প্রকাশ: জুন ১০, ২০২১

বণিক বার্তা অনলাইন

মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে দুর্নীতির নতুন অভিযোগ তুলেছে দেশটির জান্তা সরকার। বৃহস্পতিবার মিয়ানমারের সরকারি গণমাধ্যমের খবরে দাবি করা হয়, সু চি অবৈধভাবে ছয় লাখ মার্কিন ডলার ও ১১ কেজি সোনা আত্মসাৎ করেছেন। খবর বিবিসি।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি সু চি’র বিরুদ্ধে অভ্যুত্থান ঘোষণা করে দেশটির সামরিক বাহিনী। এরপর থেকেই সু চি গৃহবন্দী রয়েছেন। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন আইনভঙ্গসহ বেশ কয়েকটি অভিযোগ করা হয়েছে

নতুন আনা অভিযোগ বলা হয়েছে, তিনি ইয়াঙ্গুনের সাবেক আঞ্চলিক মুখ্যমন্ত্রীর কাছ থেকে ছয় লাখ ডলার ও ১১ কেজি সোনা ঘুষ হিসেবে নিয়েছেন। দেশটির দুর্নীতি দমন কমিশনের কাছে এসংক্রান্ত প্রমাণ রয়েছে। এসব কারণে দুর্নীতি দমন আইনের ৫৫ ধারায় সু চির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

সু চির আইনজীবী খিন মং জ গণমাধ্যমকে বলেন, রাজনীতি থেকে দূরে রাখতে ও ভাবমূর্তি ক্ষুন্ন করতে সু চি’র বিরুদ্ধে এ অভিযোগ করায়েছে

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫