ভারতে একদিনে করোনায় মৃত্যুর রেকর্ড

প্রকাশ: জুন ১০, ২০২১

বণিক বার্তা অনলাইন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যায় ভারত রেকর্ড গড়েছে আজ। কভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশটিতে ৬ হাজার ১৮৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪ হাজার ৫২ জনের কভিড  শনাক্ত হয়েছে। বিহারের মৃত্যুর সংখ্যা সংশোধন করায় বিশ্বে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডে পৌঁছালো ভারত। খবর এনডিটিভি।

এর আগে দেশটির বিহার রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার তাদের কোভিড-১৯ জনিত মৃত্যুর মোট সংখ্যা সংশোধন করে ৫৪০০ থেকে বাড়িয়ে ৯৪০০ করে, এতে ২৪ ঘণ্টায় দেশটির মোট মৃত্যু বেড়ে যায়।

বিহারের ঘটনা ছাড়া পুরো ভারতে কভিড-১৯ শনাক্তের হার কমার ধারবাহিকতা অব্যাহত রয়েছে। বর্তমানে দেশটিতে কভিড শনাক্তের হার ৪ দশমিক ৬৯ শতাংশে দাঁড়িয়েছে। টানা তৃতীয় দিন দেশটিতে দৈনিক ৫ শতাংশের নিচে করোনা শনাক্ত হচ্ছে।

ভারতে এ পর্যন্ত ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১ জনের কভিড শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৬৭৬ জনের।

দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, ভারতে বর্তমানে ১১ লাখ ৬৭ হাজার ৯৫২ জন করোনা আক্রান্ত রয়েছে। আর কভিড থেকে সুস্থ্য হওয়ার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৭৭ শতাংশ।

 

 

 

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫