বাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ

প্রকাশ: জুন ০৯, ২০২১

বণিক বার্তা অনলাইন

বসবাসে অযোগ্য শহরের তালিকায় বিশ্বে ঢাকার অবস্থান এখন চতুর্থইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এ তালিকা প্রকাশ করেছে। ২০২১ সালের বাসযোগ্য শহরের তালিকায় ১৪০টি শহরের মধ্যে ঢাকার নাম রয়েছে ১৩৭ নম্বরে। তালিকায় সবার নিচে রয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক। খবর সিএনএন।

 

বেশ কিছু মানদণ্ডের ওপর ভিত্তি করে এ তালিকা প্রস্তুত করা হয়। এর মধ্যে রয়েছে স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোগত বছর এ তালিকায় ঢাকার অবস্থান ছিলো ১৩৮ নম্বরে।

বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর। এরপর রয়েছে যথাক্রমে জাপানের ওসাকা, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, নিউ জিল্যান্ডের ওয়েলিংটন ও জাপানের রাজধানী টোকিও।

শীর্ষ ১০-এ থাকা বাকি শহরগুলো হচ্ছে অস্ট্রেলিয়ার পার্থ, সুইজারল্যান্ডের জুরিখ ও জেনেভা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও ব্রিসবেন।

ইকোনোমিস্ট ইন্টেলিজেন্সের প্রতিবেদনে বলা হয়, কভিড নিয়ন্ত্রণে সাফল্য দেখানোয় অকল্যান্ড শীর্ষে উঠে এসেছে। ভাইরাসের সংক্রমণ মোকাবেলা করে দেশটি এতদিন নাগরিকদের জীবন সচল রেখেছে, তাতে তাদের স্কোর অনেকটাই বেড়েছে।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫