ভারত থেকে ফেরার সময় মহেশপুর সীমান্তে আটক ৫

প্রকাশ: জুন ০৭, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় নারীসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি

গতকাল সকাল শনিবার রাতে মহেশপুরের শ্যামকুড় বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার শীতলপাটি গ্রামের খাজা শেখের ছেলে প্রিন্স শেখ (২১), একই গ্রামের জুনায়েদ মোল্লার ছেলে মুন্না মোল্লা (১৮), কামাল শেখের ছেলে রাকিব শেখ, (১৬), নোয়াগ্রামের মস্ত গাজীর স্ত্রী আসমা বেগম (৪০) লোহাগড়া উপজেলার বন্ধবাড়িয়া গ্রামের সূর্যকান্ত বিশ্বাসের মেয়ে মুক্তি রানী বিশ্বাস (৩০)

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশের খবর পেয়ে অভিযান চালানো হয় অভিযান চলাকালে শনিবার রাতে বাঘাডাঙ্গা সীমান্ত থেকে মুক্তি রানী বিশ্বাস রোববার সকালে শ্যামকুড় সীমান্ত থেকে ওই চারজনকে আটক করা হয় আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫