করোনাভাইরাস

বিশ্বে মানুষের শরীরে ২০০ কোটি টিকা প্রয়োগ

প্রকাশ: জুন ০৪, ২০২১

বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় টিকাদান কার্যক্রম চলছে। এরই মধ্যে ১৭৬টি দেশে মোট টিকা প্রয়োগ ২০০ কোটি ছাড়িয়েছে।  সর্বশেষ দৈনিক ৩ কোটি ৬৪ লাখ ডোজ টিকা প্রয়োগ করা হচ্ছে সারা বিশ্বে। খবর ব্লুমবার্গ।

এর মধ্যে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২৯ কোটি ৮০ লাখ ডোজ টিকা দেয়া হয়েছে। গত সপ্তাহে দেশটির দৈনিক টিকা প্রয়োগের গড় ছিলো ৯ লাখ ৯৯ হাজার ৪৭৪ ডোজ।

এখন পর্যন্ত বিশ্ব জনসংখ্যার ১৩ দশমিক ২ শতাংশকে টিকার আওতায় নিয়ে আসার ডোজ রয়েছে, কিন্তু এগুলোর বণ্টনে অসমতা দেখা গেছে। উচ্চ আয়ের দেশ ও অঞ্চলগুলো নিম্ন আয়ের দেশের তুলনায় ৩০ গুণ বেশি দ্রুত টিকা পাচ্ছে।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি দৈনিক টিকা প্রয়োগের গড় ছিলো ৯ লাখ ৯৯ হাজার ৪৭৪ ডোজ। একই গতিতে দেশটির ৭৫ শতাংশের বেশি মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে আর মাত্র ছয় মাস সময় লাগবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫