আগস্ট পর্যন্ত চীনের দেড় কোটি টিকা আসবে - স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: মে ৩১, ২০২১

বণিক বার্তা অনলাইন

জুন, জুলাই এবং আগস্টে প্রতি মাসে ৫০ লাখ করে ডোজ চীনা টিকা আসবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ কথা জানান। 

ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ করোনাভাইরাসের টিকা আজ রাতে দেশে পৌঁছানোর কথা রয়েছে এসব টিকা কারা পাবে এমন প্রশ্নে তিনি বলেন, যারা আগে রেজিস্ট্রেশন করেছে তারাই পাবে। তবে এক্ষেত্রে শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। 

টিকার প্রাপ্যতা নিশ্চিত হলেই আবার নিবন্ধন কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, আমাদের ৫ কোটি লোককে আপাতত টিকা দেয়া প্রয়োজন। তাহলেই দেশ সুরক্ষিত হবে। 

তিনি আরও বলেন, যে সমস্ত জেলায় কোভিডের সংক্রমন উধ্বমুখী সেখানে লক ডাউন দেয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। যতো তাড়াতাড়ি সম্ভব লকডাউন দিয়ে দেয়া উচিত, যাতে ছড়িয়ে না পড়ে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫