১৩ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নীতিগত সিদ্ধান্ত : শিক্ষামন্ত্রী

প্রকাশ: মে ২৬, ২০২১

বণিক বার্তা অনলাইন

করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী ১৩ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। তবে এক্ষেত্রে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে

বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় বুধবার এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে যুক্ত হয়ে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী 

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের মেসেজটা হচ্ছে১৩ জুন থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫