হেফাজত নেতা মুফতি কাসেমী চার দিনের রিমান্ডে

প্রকাশ: মে ২২, ২০২১

বণিক বার্তা অনলাইন

সদ্য বিলুপ্ত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাসেমীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পুলিশের গোয়েন্দা শাখা -ডিবি ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজ শনিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার এ আদেশ দেন। ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান বণিক বার্তাকে রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন

গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকার একটি মাদরাসায় অভিযান চালিয়ে হেফাজত নেতা কাশেমীকে গ্রেফতার করে ডিবি

কাসেমীর বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নাশকতা, ২০২০ সালের মামলা, নারায়ণগঞ্জে মামলা ও সম্প্রতি নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫