রাবির ভর্তি পরীক্ষার তারিখ পেছাল

প্রকাশ: মে ২১, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ আগস্ট থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা উপাচার্য অধ্যাপক . আনন্দ কুমার সাহার সভাপতিত্বে ভর্তি উপকমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক . আজিজুর রহমান।

এদিকে জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনার সংক্রমণ দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষার তারিখ পেছানোর সিদ্ধান্ত হয়। নতুন সিদ্ধান্তে আগের সিকোয়েন্স ঠিক রেখে ১৬, ১৭ ১৮ আগস্ট তিনদিনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সিদ্ধান্ত অনুযায়ী ১৬ আগস্ট সি ইউনিট, ১৭ আগস্ট ইউনিট ১৮ আগস্ট বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন তিন শিফটে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট; দুপুর ১২টা থেকে ১টা বিকাল ৩টা থেকে ৪টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। এর আগে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৪, ১৫ ১৬ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫