শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি বিষয়ে জানাতে মাউশিকে চিঠি

প্রকাশ: মে ১৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস মোকাবেলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কী কী পদক্ষেপ গ্রহণ করেছে তা জানতে চেয়ে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব ইছমত উল্লাহ স্বাক্ষরিত -সংক্রান্ত চিঠি মাউশিতে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাস মোকাবেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের সবশেষ প্রস্তুতি সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। মঙ্গলবারের মধ্যে -সংক্রান্ত তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ বরাবর মেইল করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, করোনাভাইরাসের বিস্তার রোধে গত বছরের মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেয়া হলেও চলমান পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫