দুর্ভোগ সঙ্গী করেই কর্মস্থলে ফিরছে মানুষ, গণপরিবহন চালুর দাবি

প্রকাশ: মে ১৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক

ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল অব্যাহত রয়েছে। দেশের ফেরিঘাটসহ সড়ক-মহাসড়কগুলোতে আগের দুদিনের চেয়ে গতকাল আরো ভিড় বেড়েছে। সঙ্গে বেড়েছে কর্মস্থলমুখী মানুষের দুর্ভোগ। দুর্ভোগ কমাতে দূরপাল্লার বাসসহ সব ধরনের গণপরিবহন চালু করে দেয়ার দাবি জানিয়েছেন যাত্রীরা। একই দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিসহ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোও।

এদিকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের পথে পথে ভোগান্তি, ভাড়া নৈরাজ্য ও গাদাগাদি করে যাতায়াতের ফলে স্বাস্থ্যঝুঁকি কমাতে গণপরিবহন চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনে দূরপাল্লার বাস সার্ভিস বন্ধ রেখেছে। তবে ঈদের ছুটিতে অবর্ণনীয় দুর্ভোগ মাথায় নিয়ে প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক-পিকআপে গাদাগাদি করে, পায়ে হেঁটে, ফেরিতে গাদাগাদি করে পার হয়ে, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের শিকার হয়ে যাত্রীদের যাতায়াতের চিত্র আমরা প্রত্যক্ষ করেছি।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫