প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে টিকা উৎপাদনের সিদ্ধান্ত নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: মে ১৭, ২০২১

বণিক বার্তা অনলাইন

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই দেশে করোনাভাইরাসের টিকা উৎপাদনের সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন

এসময় তিনি আরো বলেন, খুব তড়িৎ গতিতে হলেও চার-পাঁচ মাসের আগে টিকা তৈরি করা সম্ভব নয়। টিকা তৈরি করতে হলে ওষুধ প্রশাসনের অনুমোদন লাগে।  সরকারের অনুমোদনও লাগে।

যারা আবেদন করেছে তাদের বিষয়টি দেখে এবং যে বিদেশি কোম্পানি এখানে ভ্যাকসিন তৈরি করতে চায় তারা একটা প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাবে, সেটা দেখে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন আমাদের চেষ্টা থাকবে টিকা ক্রয় করা, এটাই সবচেয়ে তাড়াতাড়ি হবে।  তৈরি করাটা এটা দীর্ঘ প্রক্রিয়া, এটা তকরতে হলে কোম্পানির ফ্যাসিলিটি থাকতে হবে।  যারা টেকনিক্যাল সাপোর্ট দিবে, যাদের টিকা ফর্মুলা।  তাদের সাথে শর্তে মিলতে হবে।  তাদের টিকা প্রস্তুতে যে ফ্যাসিলিটি প্রয়োজন, তারসঙ্গে আমাদের যে ফ্যাসিলিটি তার মিল থাকতে হবে।  ঘাটতি থাকলে সেটাকে আবার পূরণ করতে হবে।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫