১৪টি নৌযানকে চার লাখ টাকা জরিমানা

প্রকাশ: মে ১২, ২০২১

বণিক বার্তা অনলাইন

নানা ধরনের অনিয়োমে জড়িত থাকায় ১৪টি নৌযানকে চার লাখ দশ হাজার টাকা করেছে নৌপরিবহন অধিদপ্তর। আজ বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে চৌদ্দটি তেলবাহী ট‍্যাংকার, বালুবাহী বাল্কহেড, মালবাহী কার্গো ও ট্রলারে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়। 

নৌপরিবহন  মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তরের পরিচালক (উপসচিব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুল হাসান লিটনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। 

জানা গেছে, সার্ভে ও রেজিষ্ট্রেশন সনদ না থাকা, যাত্রী পরিবহন করা, জীবন রক্ষাকারী সরঞ্জাম না থাকা, মাস্টার - ড্রাইভার সনদ না থাকা, ওভার লোডের অপরাধে এসব জরিমানা করা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫