ঈদযাত্রায় হুড়োহুড়িতে মারা গেলেন ৫ জন

প্রকাশ: মে ১২, ২০২১

বণিক বার্তা অনলাইন

শিমুলিয়া ফেরিঘাটে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভীড় ও তীব্র গরমে পাঁচজন মারা গেছেন। পৃথক দুটি ফেরিতে এ দূর্ঘটনা ঘটে। 

ঘাট ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে শিমুলিয়া ঘাট থেকে রো রো ফেরি শাহপরান ছাড়ে। বেলা ১১টার দিকে ফেরিটি বাংলাবাজার ৩নং ফেরিঘাটে ভিড়ে। ফেরি থেকে ঘরমুখো যাত্রীরা নেমে যাওয়ার পর দেখা যায় ১৫ বছরের একজন  কিশোর মরে পড়ে আছে। ওই কিশোরের নাম আনচুর মাতুব্বর। ধারণা করা হচ্ছে, প্রচন্ড ভিড়ে পদপিস্ট হয়ে মারা গেছে এই কিশোর।

অন্যদিকে এনায়েতপুরী ফেরিতে তীব্র গরমে আরো চার জন মারা গেছে। ওই চারজনরে ২ জন পুরুষ ২ জন নারী। একই ফেরিতে গরমে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ১০জন। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরারজ হোমেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫