স্ত্রী হত্যাকাণ্ডে বাবুল আকতারের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে পিবিআই

প্রকাশ: মে ১২, ২০২১

বণিক বার্তা অনলাইন

মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডে তার স্বামী সাবেক এসপি বাবুল আকতারের ‘সম্পৃক্ততার প্রমাণ’ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  

আজ বুধবার রাজধানীর ধানমণ্ডিতে পিবিআই সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।

এদিকে বুধবার দুপুরে পাঁচলাইশ থানায় মিতুর বাবা মোশাররফ হোসেন, মিতু হত্যাকাণ্ডে তার স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আকতারকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে নতুন একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পিবিআই  চট্টগ্রাম মেট্রোর এসপি নাহিদা সুলতানা বণিক বার্তাকে বলে বাবুল পিবিআই  এখনো গ্রেফতার দেখানো হয়নি। বিষয়টি এখনো প্রক্রিয়াধীন, পরে জানানো হবে।

গতকাল চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় পিবিআই মেট্রো অঞ্চলের কার্যালয়ে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন বাবুল আক্তার। 

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় সড়কে খুন হন পুলিশ কর্মকর্তা বাবুল আকতারের  স্ত্রী মিতু।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫