সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও

বিশ্বের উদ্বেগ হিসেবে চিহ্নিত করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট

প্রকাশ: মে ১১, ২০২১

কভিড- ১৯ বা নভেলকরোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টকে বিশ্বের উদ্বেগ হিসেবে চিহ্তি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।  ১০ মে সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি। 

রয়টার্সের খবরে ডব্লিউএইচওর কারিগরি কমিটির প্রধান মারিয়া ফন কারখোভের বরাতে বলা হয়েছে, আমরা বিশ্বজুড়ে একে ভ্যারিয়েন্ট অব কনসার্ন হিসেবে চিহ্নিত করেছি।  ভারত ভ্যারিয়েন্ট এবং এর তিনটি সাব টাইপের বিষয়ে আরও তথ্য মঙ্গলবার পাওয়া যাবে বলেও জানিয়েছে ডব্লিউএইচও।

ডব্লিউএইচও বলছে, বি.১.৬১৭ ভারতে প্রথম শনাক্ত হয়েছিল গত বছরের ডিসেম্বরে। তার আগে অক্টোবরে দেখা মিলেছিল তার আগের রূপটি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫