প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের

ভারত থেকে বিপজ্জনক বার্তা পাচ্ছে বাংলাদেশ

প্রকাশ: মে ১০, ২০২১

নিজস্ব প্রতিবেদক

দেশে মহামারী করোনাভাইরাসের ভয়ংকর ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আবারো তৃতীয় ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং ভারত থেকে বিপজ্জনক বার্তা পাচ্ছে বাংলাদেশ।

গতকাল রাজধানীর আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত মুজিব বর্ষ কভিড-১৯ মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের নিজের সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

কাদের বলেন, করোনাভাইরাসের ভয়ংকর ভারতীয় ধরনে দেখা গেছে, সামান্যতম উদাসীনতায় বিপজ্জনক ভবিষ্যতেরই পূর্বাভাস। এমতাবস্থায় সবাইকে সচেতন হতে হবে। ভারত এখন করোনার তাণ্ডবে লণ্ডভণ্ড। অক্সিজেন উৎপাদনে বিখ্যাত দেশ হওয়া সত্ত্বেও ভারতে অক্সিজেনের আজ চরম সংকট। সেখানে হাহাকার লেগেই আছে। ফুটপাতও এখন ভারতের শ্মশানঘাটে পরিণত হয়েছে। আবারো তৃতীয় ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে। ভারত থেকে বিপদজ্জনক বার্তা পাচ্ছে বাংলাদেশ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫