আপত্তিকর টুইটের জন্য রিভিউ অপশন আনছে টুইটার

প্রকাশ: মে ১০, ২০২১

বণিক বার্তা ডেস্ক

যেকোনো পরিস্থিতিতে উত্তেজনাপূর্ণ বা আক্রমণাত্মক টুইট করা বা রিপ্লাই দেয়া আমাদের নিত্যদিনের অভ্যাস। তবে এর চর্চা খুব ইতিবাচক নয়। আর তাই এরূপ টুইট করার পূর্বে রিভিউ অপশন আনছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম বড় প্লাটফর্ম টুইটার। মূলত টুইটারকে সবার স্বাধীন শালীন মতো প্রকাশের মাধ্যম হিসেবে পরিচালিত করতেই উদ্যোগ। খবর দ্য গার্ডিয়ান।

আগামী সপ্তাহ থেকেই ফিচার চালু করা হবে। যেখানে ব্যবহারকারীকে আক্রমণাত্মক কিংবা ক্ষতিকর টুইট করার আগে টুইটটি পুনরায় দেখার জন্য নোটিফিকেশন প্রদান করা হবে। টুইটারের মেশিন ল্যাঙ্গুয়েজ টুইটের ধরন বুঝেই নোটিফিকেশন পাঠাবে। নোটিফিকেশনের সঙ্গে টুইট এডিট করা, ডিলিট করা অথবা কোনো পরিবর্তন ছাড়াই পাঠানোর অপশন দেয়া হবে।

আইফোন ব্যবহারকারীদের জন্য প্রথম ফিচার চালু করা হবে। দ্বিতীয় ধাপে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও এটি উন্মুক্ত করা হবে। এক বছর ধরে ফিচারের পরীক্ষামূলক প্রচার চলে আসছিল। সেই সঙ্গে টুইটার জানায়, ফিচারের মাধ্যমে তারা আক্রমণাত্মক ক্ষতিকর টুইটের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমাতে সক্ষম হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫