সোমবার থেকে ৬ দিন বন্ধ থাকবে ভোমরা স্থল বন্দর

প্রকাশ: মে ০৯, ২০২১

বণিক বার্তা অনলাইন

আগামীকাল সোমবার থেকে টানা ৬ দিনের ছুটি থাকছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। এসময় বাংলাদেশ-ভারত উভয় দেশে কোনো প্রকার পন্য আমদানি-রপ্তানি হবে না।

মূলত আগামীকাল সোমবার শবে কদরের ছুটি। এছাড়া ঈদে সরকারী ছুটি ১৩ , ১৪ ও ১৫ মে থাকলেও দুদেশের সিএন্ডএফ অ্যাসোসিয়শনের সিদ্ধান্ত অনুযায়ী ১১ এবং ১২ মে বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।

ভোমরা শুল্ক স্টেশনে দায়িত্বরত কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার আমীর মামুন  টানা ৬দিন স্থল বন্দর বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বণিক বার্তাকে জানান, উভয় দেশের সিএন্ডএফ অ্যাসোসিয়শনের  অনুরোধে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে

 ভোমরা সিএন্ডএফ ব্যবসায়ী অ্যাসোসিয়শনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, শবে কদরের ছুটি ১দিন এবং ঈদের ছুটি ৩দিন। অর্থাৎ ৪দিন সরকারী ছুটি থাকলেও উভয় দেশের সিএন্ডএফ ব্যবসায়ী অ্যাসোসিয়শনের সিদ্ধান্ত অনুযায়ী আরো ২ দিন বাড়িয়ে মোট ৬দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।

এসময় কোনো প্রকার আমদানি-রপ্তানি হবে না। আগামী ১৬ মে থেকে যথারীতি আমদানি রপ্তানি শুরু হবে বলে জানান তিনি।

 

 

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫