রাজধানীতে আনসার আল ইসলামের ৪ সদস্য গ্রেফতার

প্রকাশ: মে ০৯, ২০২১

বণিক বার্তা অনলাইন

রাজধানীতে নাশকতার প্রস্তুতিকালে আনসার আল ইসলামের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)।

আজ রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে য়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, সিটিটিসি প্রধান মোঃ আসাদুজ্জামান।

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে গতকাল শনিবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ জসিমুল ইসলাম, মোঃ ব্দুল মুকিত, মোঃ মিনুল হক   ইখতিয়ার। এসময় চাপাতি, ৫টি স্মার্ট ফোন ও ২টি ল্যাপটপ জব্দ করা হয়।

সিটিটিসি প্রধান বলেন, নসার আল ইসলামের আদেশ বাস্তবায়নের লক্ষ্যে কথিত জিহাদের প্রস্তুতি নেয়ার জন্য এই গ্রুপের ২ সদস্য কিছুদিন গে কথিত হিজরত করে আফগানিস্তান গিয়েছেন। সম্প্রতি গ্রেফতারকৃতরা ইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করে ফগানিস্তানে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল।

আসাদুজ্জামান রো বলেন, কিছুদিন আগে তাদের দায়িত্বশীলগনের নির্দেশে সিলেটের কোতোয়ালি এলাকার একটি বাসিক হোটেলে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে হোটেল ম্যানেজারকে আহত করে পালিয়ে যায়।

এছাড়াও অনলাইনে টেলিগ্রাম অ্যাপস ব্যবহার করে সাইন্স প্রজেক্ট নামে গ্রুপ তৈরি করে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে বিস্ফোরক তৈরীর চেষ্টা করছিল গ্রেফতারকৃতরা

 

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫