ব্রাজিলে নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি ফক্সওয়াগনের

প্রকাশ: মে ০৯, ২০২১

বণিক বার্তা ডেস্ক

ব্রাজিলে নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগন। বিনিয়োগের মাধ্যমে সংস্থাটি ব্রাজিলে নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা করছে। সংস্থাটির দক্ষিণ আমেরিকা অঞ্চলের মুখ্য নির্বাহী কর্মকর্তা পাবলো ডি সি তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।

পাবলো ডি সি বলেন, আমরা আমাদের নতুন কারখানা তৈরিতে কাজ করছি। এরই মধ্যে আমরা ব্রাজিলের সাও পাওলো রাজ্যের তাউবাতে অবস্থিত আমাদের কারখানার উৎপাদন বন্ধ করে দিয়েছি। এখন আমরা আমাদের নতুন কারখানা প্রস্তুত করার জন্য কাজ করছি।

তবে নতুন কারখানা প্রতিষ্ঠায় কী পরিমাণ বিনিয়োগ করা হবে, তা জানাতে অস্বীকৃতি জানান পাকলো ডি সি। তিনি বলেন, চলতি বছরের শেষ দিকে ফক্সওয়াগনের বৈশ্বিক শীর্ষ নির্বাহী কর্মকর্তা রাল্ফ ব্র্যান্ডশাটারের ব্রাজিল ভ্রমণের সময়ে বিনিয়োগের বিস্তারিত প্রকাশ করা হবে। যদিও মহামারী পরিস্থিতির ওপর নির্ভর করছে ঠিক কোন সময়ে সফর অনুষ্ঠিত হতে পারে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫