টিকা নেয়াদের জন্য নমনীয় হচ্ছে এনওয়াইএসই

প্রকাশ: মে ০৯, ২০২১

বণিক বার্তা ডেস্ক

করোনার টিকা গ্রহণের ভিত্তিতে বিনিয়োগকারীদের ১১ ওয়ালস্ট্রিট ট্রেডিং ফ্লোরে প্রবেশের সুযোগ বাড়াবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ (এনওয়াইএসই) সেই সঙ্গে যারা টিকার এক ডোজ গ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা কমানো হবে। সম্প্রতি নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট স্টেসি কানিংহাম কথা জানান। খবর রয়টার্স।

নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ পরিচালনাকারী প্রতিষ্ঠান ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জ ইনকরপোরেটেড জানায়, যেসব বিনিয়োগ কেন্দ্রের কর্মচারীরা শতভাগ টিকা গ্রহণ করেছেন, তারা তাদের বুথে ব্যবসায়ীদের প্রবেশ সংখ্যা বাড়াতে পারবে। যেসব ব্যবসায়ী টিকা গ্রহণ করেছেন, তাদের সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়াতে হবে। তবে তারা চাইলে মাস্ক খুলেও বসতে পারবেন। কানিংহাম বলেন, যেহেতু এখন অনেক মানুষ করোনার টিকা গ্রহণ করেছে, তাই স্টক এক্সচেঞ্জ কেন্দ্রে আমরা যেসব বিধিনিষেধ আরোপ করেছিলাম, সেগুলোয় কিছুটা শিথিলতা আনা হচ্ছে।

কিছু ব্যবসায়ী করোনায় আক্রান্ত হওয়ার পর ২২৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ২০২০ সালের মার্চে ট্রেডিও ফ্লোর বন্ধ করে দেয় নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫