সুন্দরবনের বনজ সম্পদ রক্ষায় কঠোর নিরাপত্তা

প্রকাশ: মে ০৮, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, খুলনা

ঈদ সামনে রেখে সুন্দরবনের কাঠ পাচারে সক্রিয় হয়ে ওঠে চোরাকারবারি চক্র হরিণ নিধনযজ্ঞে মেতে ওঠে শিকারিরা সুযোগবুঝে বিষপ্রয়োগে মাছশিকার করে অসাধু জেলেরা বছর তারা ঈদের সুযোগ যেন কাজে লাগাতে না পারে, সেজন্য বন বিভাগ থেকে বাড়ানো হয়েছে নজরদারি সুন্দরবনের বনজ সম্পদ রক্ষায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা

ইতোমধ্যে বন বিভাগ থেকে বিভিন্ন স্টেশন টহল ফাঁড়ির কর্মীদের নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে কেউ যাতে কোনও প্রকার বনজ সম্পদ ধবংস করতে না পারে, সেজন্য পুরো সুন্দরবনে জারি করা হয়েছে সতর্কতা

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক আবু সালেহ বলেন, ইতোমধ্যে বিভিন্ন স্টেশন এবং টহল ফাঁড়িতে কর্মরত বন বিভাগের স্টাফদের কর্মস্থলে থেকে দায়িত্ব পালন টহল কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়েছে

তাছাড়া স্মার্টটিমের পাশাপাশি রাত-দিন বিভিন্ন স্টেশন টহল ফাঁড়ির সমন্বয়ে গঠিত টিমকে সুন্দরবনের বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম অব্যাহত রাখতে বলা হয়েছে

পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা . মো. আবু নাসের মোহসিন হেসেন বলেন, ঈদ উপলক্ষে সুন্দরবনের বনজ সম্পদ রক্ষায় বিভিন্ন টহল কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে

খুলনা সার্কেলের বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান বলেন, অন্য বছর ঈদের সময় কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ ছুটিতে বাড়িতে যায়, আরেকটি অংশ বন পাহারা দেয় বছর সবাইকেই কর্মস্থলে থেকে টহল জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫