ঝিনাইদহে আগুনে পুড়ে ৭ মাসের শিশুর মৃত্যু

প্রকাশ: মে ০৮, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলার ভাদালিডাঙ্গা গ্রামে আগুনে পুড়ে মারা গেছে তানিশা নামের সাত মাসের এক কন্যা শিশু। এছাড়াও অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে তিনটি ঘর। শুক্রবার সকালে সদর উপজেলার ওই গ্রামের পূর্বপাড়ায় ঘটনা ঘটে। শিশু তানিশা ওই গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে।

গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা জানান, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই দিনমজুর ইব্রাহিমের বাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে অন্য ঘরে। আগুনের খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে মারা যায় ঘরের ভেতর ঘুম পাড়িয়ে রাখা সাত মাসের কন্যা শিশু তানিশা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ঘটনার পর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থসহ ত্রাণসামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন। এছাড়াও জেলা প্রশাসক মজিবর রহমান ২০ হাজার টাকা ২০ কেজি চাল প্রদান করেছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫