সুরকার অনুপ ভট্টাচার্যের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশ: মে ০৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, বাংলাদেশ রবীন্দ্র সংগীতশিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচাযের্র মৃত্যুতে গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, সংগীতে অনুপ ভট্টাচার্যের অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুপ ভট্টাচার্য বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আসগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

তার মৃত্যুতে গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ।

প্রতিমন্ত্রী শোকবার্তায় বলেন, অনুপ ভট্টাচার্য তার সৃষ্টিকর্মের মধ্য দিয়ে দেশের সংগীতপ্রেমী মানুষের হূদয়ে চিরকাল বেঁচে থাকবেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫