ঈদকে সামনে রেখে জমে উঠেছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা

প্রকাশ: মে ০৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক

ঈদ সামনে রেখে জমে উঠেছে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে অনলাইন আঞ্চলিক এসএমই পণ্য মেলা। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণে মে শুরু হওয়া মেলা চলবে মাসব্যাপী। এরই মধ্যে প্রায় সোয়া দুইশ উদ্যোক্তা নিবন্ধন করে মেলায় পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ফ্যাশন ডিজাইন, হ্যান্ডিক্র্যাফট, লাইট ইঞ্জিনিয়ারিং প্রভৃতি পণ্য প্রদর্শন বিক্রয় করছেন।

ঈদ উপলক্ষে বিভিন্ন পণ্যের ওপর উদ্যোক্তারা বিশেষ ছাড়ও দিচ্ছেন। সরাসরি ভিডিও কলে ক্রেতা-বিক্রেতা পণ্যের মান যাচাই দরকষাকষির মাধ্যমে কেনাবেচা করতে পারছেন।

এসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার প্রসারের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন প্রতি বছর আঞ্চলিক এসএমই পণ্য মেলা আয়োজন করে। দেশের সব বিভাগীয় শহর, জেলা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে এসএমই প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করে থাকে। চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় জনসমাগম এড়াতে এবং সরকারের নির্দেশনার আলোকে এসএমই ফাউন্ডেশন প্রথমবারের মতো এটুআই এবং একশপের কারিগরি সহায়তায় অনলাইনে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ২০২১ আয়োজন করেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫