স্প্যানিশ মেয়ে বাঙালি ছেলের প্রেমের গল্প ‘ফরেন লাভ’

প্রকাশ: মে ০৮, ২০২১

ফিচার প্রতিবেদক

প্রেমের টানে সুদূর স্পেন থেকে ছুটে আসে এক মেয়ে। তার ইচ্ছা বাংলাদেশী ছেলের সঙ্গে ঘর করবে। গত কয়েক বছরে এমন অনেক ঘটনাই সামনে এসেছে। এবার টিপু আলম মিলনের লেখা, অনামিকা মণ্ডলের চিত্রনাট্যে এমনই এক গল্পে নির্মিত হয়েছে নাটক ফরেন লাভ

নাটকটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান। অভিনয় করেছেন সায়েদ জামান শাওন, ডায়ানা সি মেন্ডেজ, ফারুক আহমেদসহ আরো অনেকে। ঈদের পঞ্চম দিন রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে বৈশাখী টিভিতে।

ফরেন লাভ প্রসঙ্গে চিত্রনাট্য নির্মাতা অনামিকা মণ্ডল বণিক বার্তাকে বলেন, আমরা কিছুদিন পর পরই শুনি বিদেশী কোনো ছেলে বা মেয়ে বাংলাদেশী কারো প্রেমের টানে ছুটে এসেছে। তাদের বিয়ের খবর ছবি ভাইরাল হয়ে যায় দ্রুতই। সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে যায়। বড় বড় পত্রিকা, টেলিভিশনও নিউজ করে। তাদের বিয়ে হয়। কিন্তু এরপর কী হয়? সে খবর কি আমরা কেউ জানি?

অনামিকা জানান, এমন এক স্প্যানিশ মেয়ে বাংলাদেশী ছেলের প্রেমে পড়া এবং তার পরের নাটকীয় ঘটনা তুলে ধরা হয়েছে। খুব যত্ন নিয়ে নাটকটি বানানো হয়েছে বিধায় দর্শকদের ভালো লাগবে বলে তার বিশ্বাস।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫