আমিরাতের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক টিকা নিয়েছেন

প্রকাশ: মে ০৬, ২০২১

বণিক বার্তা ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক কভিড-১৯ প্রতিরোধী টিকা গ্রহণ করেছেন। সম্প্রতি ন্যাশনাল ক্রাইসিস অ্যান্ড ইমারজেন্সি ম্যানেজমেন্ট অথরিটি তথ্য জানিয়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

ব্যাপারে সরকারের মুখপাত্র ডা. সাইফ আল ধাহেরি বলেন, ১৬ বছরের বেশি বয়সী যারা টিকা গ্রহণের উপযুক্ত ছিলেন, তাদের মধ্যে ৬৯ দশমিক ৮৯ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে ৭৭ দশমিক ৮৪ শতাংশ মানুষ টিকা নিয়েছেন। দেশজুড়ে কোটি লাখ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে চারটি টিকার অনুমোদন দেয়া হয়েছে। সেগুলো হলো সিনোফার্ম, ফাইজার-বায়োএনটেক, স্পুটনিক অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫