তৃতীয় বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা

প্রকাশ: মে ০৪, ২০২১

বণিক বার্তা অনলাইন

তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দোপাধ্যায়। আজ বুধবার বেলা এগারোটার দিকে তিনি এ শপথ গ্রহণ করেন। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

শপথ অনুষ্ঠানে নিজের চিরাচরিত সাদা শাড়ি পড়ে আসেন তিনি। বরাবরের মতোই বাংলা ভাষায় শপথবাক্য পাঠ করেন তিনি। কভিড-১৯ বিধিনিষেধ মেনে রাজভবনের থ্রোন রুমে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে পরবর্তী সরকার গঠনের দাবিতে রাজ্যপাল জগদ্বীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

তবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আজ শপথ গ্রহণ করলেও তার মন্ত্রিসভার অন্য সদস্যরা আগামী ৯ মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শপথ নেবেন বলে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জয়ী হয় মমতা বন্দোপাধ্যায়ের দল তৃনমূল কংগ্রেস। এর মাধ্যমে টানা তৃতীয়বারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হন তিনি। এ রাজ্যের নির্বাচনে ২৯২টি আসনের মধ্যে ২১৩টিতে বিজয় লাভ করে মমতার দল।

অন্যদিকে, তার শক্ত প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ আসনে জয়ী হয়।

এদিকে, শপথ শেষে মমতা বন্দোপাধ্যায় তার সরকারি কার্যালয় নবান্ন-তে যাবেন। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করবে কলকাতা পুলিশ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫