রামেক হাসপাতালে এক রাতে ৯ জনের মৃত্যু

প্রকাশ: মে ০৫, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, রাজশাহী

এক রাতেই মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন নয়জন। সোমবার দিবাগত রাতে হাসপাতালে টিকিৎসাধীন নয়জন মারা যান।

এর মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে। বাকি তিনজনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে। গতকাল তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি বলেন, সোমবার দিবাগত রাতের বিভিন্ন সময় রামেক হাসপাতালে করোনায় ছয়জন মারা গেছেন। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো তিনজন। পরে তিনজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে সংক্রমণ ছিল কিনা তা নিশ্চিত হওয়া যাবে। তবে বাড়তি সতর্কতা হিসেবে মরদেহ দাফনে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।

ডা. সাইফুল ফেরদৌস আরো বলেন, বর্তমানে রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৯৭ জন। এর মধ্যে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ৫৪ জন হাসপাতালে এসেছেন করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন করোনা আক্রান্ত নয়জন।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের আট জেলায় আরো সাতজনের মৃত্যু হয়েছে কভিডে। এর মধ্যে বগুড়ায় মারা গেছেন তিনজন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে দুজন, রাজশাহীতে একজন পাবনায় একজন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫