সাবসিডিয়ারি কোম্পানি ও ফান্ডে বিনিয়োগ করবে ইউসিবি

প্রকাশ: মে ০৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক

উদ্যোক্তা বিনিয়োগকারী হিসেবে ভেঞ্চার ক্যাপিটাল প্রাইভেট ইকুইটি ফান্ডে বিনিয়োগ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) পাশাপাশি ইউসিবি অল্টারনেটিভ ইনভেস্টমেন্টস লিমিটেড নামে একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠন করবে ব্যাংকটি। গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের এসব তথ্য জানানো হয়েছে।

ইউসিবি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ওয়ান নামে গঠিত ৩৫০ কোটি টাকার ফান্ডে উদ্যোক্তা হিসেবে ইউসিবি ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে। একইভাবে ইউসিবি প্রাইভেট ইকুইটি ফান্ড ওয়ান নামে গঠিত ৩৫০ কোটি টাকার ফান্ডে ব্যাংকটি ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে। এছাড়া ইউসিবি অল্টারনেটিভ ইনভেস্টমেন্টস লিমিটেড নামে গঠিত সাবসিডিয়ারি কোম্পানির মাধ্যমে ভেঞ্চার ক্যাপিটাল, প্রাইভেট ইকুইটি ইমপ্যাক্ট ফান্ডে বিনিয়োগ ব্যবস্থাপনা করবে ইউসিবি।

বর্তমানে ইউসিবির তিনটি সহযোগী প্রতিষ্ঠান পুঁজিবাজারে ব্রোকারেজ সেবা, সম্পদ ব্যবস্থাপনা মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এগুলো হলো ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এর মধ্যে গত বছর সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিটির যাত্রা শুরু হয়েছে। তাছাড়া সম্প্রতি বিএসইসির কাছ থেকে সিকিউরিটি কাস্টডিয়ানের লাইসেন্স পেয়েছে ইউসিবি। এছাড়া বিদেশী বিনিয়োগ আকর্ষণের জন্য সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে ডিজিটাল বুথ চালু করেছে ইউসিবি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫